ব্রাহ্মণপাড়া উপজেলাধীন শশীদল ইউনিয়ন-এ শশীদল গ্রামে শশীদল স্টেশন বাজারের দক্ষিণ পার্শ্বে উক্ত মাজারটি অবস্থিত উক্ত মাজারটিতে ৫জন পীর উক্ত স্থানে বিশ্রাম নেন। এরপর থেকে পাঁচ পীর মাজার শরীফ নামে খ্যাত লাভ করা হয়। উক্ত মাজারটিতে বৎসরে 15 জানুয়ারী তারিখে মাহফিল হয়ে থাকে এবং অনেক লোকের জনসমাগম হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস